এই মুহূর্তে কলকাতা

হোলি তে নিষেধাজ্ঞা কেন্দ্রীয় সরকারের।

কলকাতা , ২৩ মার্চ:- নাম না করে আসন্ন হোলি উৎসবে রাজ্যকে সতর্ক থাকার কথা বলল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে একটি চিঠি দিয়েছেন। তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সংস্থাগুলির যৌথ চেষ্টায় কোভিড নিয়ন্ত্রণে অনেকাংশে সাফল্য পাওয়া গিয়েছিল। টানা পাঁচ মাস ধরে কমছিল সংক্রমণ। কিন্তু সম্প্রতি দেশের কয়েকটি অঞ্চলে সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আসন্ন কয়েকটি উৎসবে সংক্রমণ বাড়তে পারে। দেশে আসন্ন উৎসবগুলির মধ্যে অন্যতম হল হোলি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব লিখেছেন, সাধারণ মানুষের মধ্যে কোভিড বিধি মেনে চলার ব্যাপারে যথেষ্ট গাফিলতি দেখা গিয়েছে। জনবহুল এলাকায় মানুষকে বিধি মেনে চলতে হবে। রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে। কোভিড বিধি ভাঙলে রাজ্য প্রশাসন জরিমানা বা অন্যান্য ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে পারে। চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কনটেনমেন্ট জোন নিয়ে যে নির্দেশ পাঠিয়েছিল তা যথাযথভাবে মেনে চলা হচ্ছে না। কেন্দ্রীয় সরকার ফের নির্দেশ দিয়েছে, জেলা প্রশাসন কনটেনমেন্ট জোনগুলি চিহ্নিত করুক। নির্দিষ্ট নির্দেশিকা মেনে সেখানে কোভিড নিয়ন্ত্রণের ব্যবস্থা নিক।