কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- কর্মীরা এবার করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা করালে তার খরচ দেবে রাজ্য সরকার। বুধবার অর্থ দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে সরকারের স্বাস্থ্য বীমার তালিকায় অন্তর্ভুক্ত হাসপাতালগুলিতে কোভিড চিকিৎসার জন্য আউটডোর এ গিয়ে চিকিৎসা করালে, তার সমস্ত খরচ দেবে রাজ্য সরকার। এতদিন আউট ডোরে ১৬টি রোগের চিকিৎসার খরচ দিতে সরকার। সেই তালিকায় এবার যোগ হলো কোভিড ১৯।আর টি পিসি আর পরীক্ষার খরচও তার মধ্যে যুক্ত থাকছে।
