এই মুহূর্তে কলকাতা

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।

কলকাতা , ১৩ মার্চ:– প্রাক্তন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। কলকাতার তৃণমূল ভবনে আজ এক অনুষ্ঠানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন,সুব্রত মুখার্জির মত শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যশবন্ত সিনহা বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন, দেশ বর্তমানে এক অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্রে যে সমস্ত মূল্যবোধ এবং প্রতিষ্ঠানকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় সেগুলির অস্তিত্ব এখন বিপন্ন। মনে বর্তমান শাসক দলের লক্ষ্য যেন-তেন প্রকারেণ ভোটে জেতা।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে বিজেপি সারাদেশে আঞ্চলিক দলগুলোকে নিয়ে প্রকৃত অর্থে একটি জাতীয় জোট গঠন করেছিল। কারণ বাজপেয়ি সকলকে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে চলায় বিশ্বাসী ছিলেন। বর্তমানে বিজেপি অন্য সমস্ত রাজনৈতিক শক্তিকে দুর্বল করে দিয়ে নিজে সেই শূন্যস্থান পূরণ করতে চায়। সেই কারণে সমস্ত শরিক দল আজ বিজেপির পাশ থেকে সরে এসেছে। দেশের গণতন্ত্রকে রক্ষা করার এই লড়াইতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করার ডাক দিয়েছেন বিজেপি সরকারের অর্থমন্ত্রী হিসেবে কাজ করা যশবন্ত সিনহা।