মালদা , ২৪ ফেব্রুয়ারি:- নাবালিকাকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে।নাবালিকার ব্যাপক আঘাত করা হয় বলে অভিযোগ। পরিবারের লোকজন আহত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক থানার নাজিরপুর অঞ্চলের লক্ষীকোল গ্রামে। ঘটনায় নির্যাতিতার পরিবারের তরফে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নেমে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে,অভিযুক্ত যুবকের নাম বাপি মহালদার ওরফে ভোলা(২৫)।নাবালিকা নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।এদিন বাবা মাছ ধরতে যাওয়ার পর মাও জমিতে কাজ করতে বেরিয়ে যায়। বিকেল নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে যায় ওই নাবালিকা ঘাস আনতে।
জমিতেই ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবক ব্যাপক মারধর করে নির্যাতিতা নাবালিকাকে। এরপর স্থানীয়রা ছুটে আসলো পালিয়ে যায় অভিযুক্ত যুবক। মঙ্গলবার রাতেই মানিকচক থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। এদিকে ঘটনা জানতে পেরে মানিকচক থানায় ছুটে আসে রাজ্য বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী সহ মানিকচক মন্ডল বিজেপি নেতৃত্ব। বিজেপি নেত্রী শ্রীরুপা মিত্র চৌধুরী বলেন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা সামনে এসেছে।নির্যাতিতার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ রয়েছে।আমরা দাবি করছি অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ। মেয়েটির পরিবারের পাশে আমরা রয়েছি। এদিকে মানিকচক থানায় লিখিত অভিযোগের পর যুবককে রাতে গ্রেফতার করেছে পুলিশ।