এই মুহূর্তে জেলা

তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত খানাকুল।

খানাকুল, ১১ নভেম্বর:- সামনেই তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি নির্বাচন। কিন্তু তার আগেই তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল খানাকুল। তৃনমুল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিলো দলে নাকি কোনও গোষ্ঠী দ্বন্দ্ব করা যাবে না। তা সত্ত্বেও সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে হুগলি জেলার খানাকুলে তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্ব। এই ঘটনায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা খানাকুলে। এদিন খানাকুল এক নম্বর ব্লকের পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা শেখ আশরাফুল কে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে।আহত আশরাফুল নাকি খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হকের অনুগামী আর যারা মারধর করেছে তারা নাকি খানাকুল এক নম্বর ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি সেখ ইলিয়াস চৌধুরীর অনুগামী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ব্লক থেকে বাড়ি ফেরার সময় পোল অঞ্চলের অরোরা খালের ব্রিজের ওপর তাকে মারধর করা হয়। আহত ওই তৃনমুল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে তৃনমুল নেতা নইমুল হক জানান, বাড়ি ফেরার পথে মারধর করা হয়।ইলিয়াস চৌধুরী নেতৃত্বে মারধর করা হয়।দলকে জানিয়েছি। দল ব্যবস্থা নেবে। অপরদিকে খানাকুল এক নম্বর ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি ইলিয়াস চৌধুরী জানান,পোলের মারপিটের ঘটনা শুনলাম। মিটিংয়ে ছিলাম। রাঙার লোকেদের ভাগবাটোয়ারা নিয়ে মারপিট হয়েছে। সবমিলিয়ে তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্বে চাপা রাজনৈতিক উত্তেজনা খানাকুলে।