রিংকা পাত্র, ১১ ফেব্রুয়ারি:- কলকাতার আলিপুরে উত্তীর্ণ প্রেক্ষাগৃহের সভাস্থল থেকে এভাবেই বিজেপিকে কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসবা ভোটের মুখে এদিনই রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ এদিন যা যা বলেছেন তা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোভা পায় না বলে এদিন পাল্টা মন্চব্য করেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন কোচবিহারে দলের সভায় এসে অমিত শাহ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। তাই কোথা থেকে নির্বাচনে লড়বেন সেটা বুঝে উঠতে পারছেন না। মমতাদি ভয় পেয়েছেন। ভয় না পেলে এবার ভাইপোকেই মুখ্যমন্ত্রী করতেন।’’ জয় শ্রীরাম ধ্বনি শুনে মমতার প্রতিক্রিয়া প্রসঙ্গে অমিত শাহ বলেন, “সারা দেশ জয় শ্রীরাম বলছে, রামের আরাধনা করছে। মমতাদি জয় শ্রীরাম শুনলে অপমানিত বোধ করছেন। বাংলায় জয় শ্রীরাম হবে না তো কী পাকিস্তানে জয় শ্রীরাম হবে? ভোট শেষ হতে হতে মমতাও জয় শ্রীরাম বলবেন।” অমিত শাহ এদিন আরও বলেন, “পরিবর্তন যাত্রা নিয়ে মমতাদি কটাক্ষ করছেন। আমি বলছি এই পরিবর্তন যাত্রা মুখ্যমন্ত্রী বদলের পরিবর্তন যাত্রা নয়,
বিধায়ক পরিবর্তনের যাত্রা নয়, এই পরিবর্তন যাত্রা বাংলায় প্রকৃত পরিবর্তন আনার জন্য পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা অনুপ্রবেশকারীদের রুখে দেওয়ার পরিবর্তন যাত্রা। পিসি-ভাইপোর দুর্নীতি শেষ করার পরিবর্তন যাত্রা। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে একটি পাখিও বাংলায় অনুপ্রবেশ করতে পারবে না।” অমিত শাহের এদিনের চাঁচাছোলা এই মন্তব্য প্রসঙ্গে কলকাতার সভায় মুখ খুলেছেন তৃণমূলনেত্রী। অমিত শাহের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার মুখে এমন শব্দ শোভা পায় না।’’ একইসঙ্গে গেরুয়া শিবিরকে তুলোধনা করে এদিন তৃণমূলনেত্রী আরও বলেন, ‘‘সারাক্ষণ বাংলা নিয়ে গালাগাল করছে। শুধু ভয় দেখাচ্ছে দিদি গলা কেটে দেবে। আমি আত্মসমর্পণ করব না। আমি গোলরক্ষক, দেখব কটা গোল দেন। আত্মবিশ্বাস থাকলে কেউ এসব বলে না। গায়ের জোরে কর্মীদের গুণ্ডামি করতে বলছে।’’কেন্দ্রের শাসকদলকে বিঁধে এদিন বিকেলে আলিপুরের উত্তীর্ণ সভাগৃহের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘হিংসা, ফেক ভিডিও রুখুন। বাংলার স্বার্থে তৃণমূলকে সমর্থন করুন। আমরা প্রতিশ্রুতি দিই না, কাজ করে দেখাই৷ সিএএ, এনপিআর বাংলায় হবে না।’’