হাওড়া , ২৫ নভেম্বর:- ডিসেম্বরের পয়লা তারিখ থেকে খুলবে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। প্রথম পর্যায়ে অনুমতি দেওয়া হচ্ছে কেবল বৈধ প্রাতঃভ্রমণকারীদের।পরে দ্বিতীয় পর্যায়ে সাধারণ পর্যটকদের জন্য গার্ডেনের অনুমতি দেওয়া হবে। তবে সেই তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে গার্ডেন সূত্রে জানা গেছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘ প্রায় আট মাস পর খুলতে চলেছে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। আগামী ১ ডিসেম্বর থেকে খুলছে উদ্যান। তবে এখনই সাধারণ পর্যটকদের উদ্যানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধুমাত্র প্রাতঃভ্রমণকারীদের জন্যই খুলছে বোটানিক্যাল গার্ডেন। ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত দু’ঘণ্টা প্রাতঃভ্রমণ করা যাবে।
মেনে চলতে হবে সমস্ত রকম স্বাস্থ্যবিধি। প্রত্যেক প্রাতঃভ্রমণকারীকে মাস্ক পরা বাধ্যতামূলক। তাদের সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। বসার সিটে থাকবে ক্রস মার্কিং। তিনজনের সিটে বসবেন দু’জন। মাঝখানের সিটে ক্রস মার্কিং থাকবে। প্রত্যেকটি গেটে থাকবে স্যানিটাইজার। গেটে ঢোকার সময় থার্মাল স্ক্রিনিং করা হবে। যাদের উদ্যানে প্রাতঃভ্রমণের জন্য এন্ট্রি পাসের বৈধতা রয়েছে তাদের প্রাতঃভ্রমণে অনুমতি মিলবে। পাস রিনিউয়াল করা হচ্ছে অনলাইনেও। উল্লেখ্য, গত ২৫ মার্চ করোনা পরিস্থিতিতে সম্পূর্ণভাবে বন্ধ হয়েছিল শিবপুর বোটানিক্যাল গার্ডেন।