পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি:- যেখানে মোদীজি বিকাশের চেষ্টা করছে সেখানে মমতা বন্দোপাধ্যায় শোষণ করছে এমন সরকার এমন নেতাকে আলবিদা বলতে হবে, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের হরিয়াতাড়ার ধাধকির মেলার মাঠে চায় পে চর্চা সেরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা। এদিন নাড্ডা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ, জেলার অবজারভার লক্ষীকান্ত সাউ, জেলার তিন সম্পাদক সহ একাধিক বিজেপি নেতৃত্ব,পাশাপাশি দিলীপ ঘোষের চায় পে চর্চা প্রশংসা করলেন সর্বভারতীয় সভাপতি।
নাড্ডা বলেন, দিলীপ ঘোষ চায় পে চর্চার মাধ্যমে জনসংযোগ করছে, এর ফলে স্থানীয় সমস্যার সমাধান বেরোয় এই কার্যক্রম খুব ভালো লেগেছে। পাশাপাশি তিনি আরও বলেন যারা মা-মাটি-মানুষের নামে জিতে আসছে তারা তোলাবাজ তুষ্টিকরণ করে কৃষকদের জন্য কিছুই ভাবেন না। অন্যায় আর বেশিদিন চলবে না মমতা যাবে পদ্ম ফুটবে, পাশাপাশি বর্তমান সরকারকে কাটমানির সরকার বালুচর ত্রিপল চোর বলেও কটাক্ষ করলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জে.পি নাড্ডা,আর বিজেপি সরকার এলে আয়ুষ্মান ভারত ও কিষাণ সুরক্ষা যোজনা সুবিধা মিলবে বলেও দাবী তাঁর।