হুগলী, ১০ ফেব্রুয়ারি:- জয়শ্রী রাম লেখা মাস্ক বিলি করায় আটক আরএসএস এর কর্মিরা! ১৯ জনকে আটক করে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। বুধবার সন্ধায় শেওড়াফুলি রিজার্ভেশান কাউন্টার রেল পার্কে মাস্ক বিতরন করা কথা ছিল। কিন্তু পরিস্থিতি বুঝে অন্যত্র করার কথা ভাবেন তারা। মাস্ক বিতরন শুরু হয় শেওড়াফুলি বিবেকানন্দ স্কুলের সামনে থেকে। পরে বিজেপি কর্মীরা জয়শ্রী রাম লেখা মাস্ক বিলিতে সামিল হয়। ৩০ থেকে ৪০ জন পথ চলতি এবং বাড়ি বাড়ি মাস্ক বিলি করার পরে যখন জিটি রোডে উপর মাস্ক বিলি হচ্ছিল
সেই সময় পুলিশ গিয়ে আর এস এস এবং বিজেপি কর্মিদের আটক করে। শেওড়াফুলি ফাঁড়িতে নিয়ে যায়। আরএসএস কর্মীদের অভিযোগ ৭ ফেব্রুয়ারী চাঁপদানীর পলতাঘাটে আর এস এস এর চক্ষু পরীক্ষা শিবিরে জয়শ্রী রাম মাস্ক পড়া নিয়ে তৃনমূল প্রাক্তন কাউন্সিলর জিতেন্দর সিং এর ঝামেলা হয় বলে অভিযোগ। সেদিনই আর এস এস ঘোষণা করে চাঁপদানী বিধানসভা এলাকায় সাত দিনে পঞ্চাশ হাজার জয়শ্রী রাম মাস্ক বিলি করা হবে। সেই মত আজ শেওড়াফুলিতে মাস্ক বিলি করে আর এস এস। বিনা অনুমতিতে জমায়েত করায় আটক বলে পুলিশ সূত্রে জানা গেছে।