এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর প্রতি নজর আনতেই কর্মবিরতির সিদ্ধান্ত MGNRGS এর কর্মীদের।

হুগলি , ১০ ফেব্রুয়ারি:- ভোটের মুখেই বন্ধ হয়ে গেল ১০০ দিনের কাজ। গত ৪ ঠা ফেব্রুয়ারী থেকে জেলা জুড়ে MGNRGS এর কর্মীরা বেতনবৃদ্ধির দাবিতে কর্মবিরতি করায় জেলার বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতে বন্ধ হয়ে পড়েছে মহত্মাগান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা সুনিশ্চিত প্রকল্প। ফলে গ্রাম গঞ্জের দরিদ্র মানুষজন ১০০ দিনের কাজ হারিয়ে কর্মসংস্হান হারিয়ে আয়ের পথ বন্ধ হয়ে পড়েছে। ২০০৭ সাল থেকে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প চালু হলেও বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথেসাথে কর্মীদের বেতন পরিকাঠামো সেই অনুযায়ী বৃদ্ধি না হওয়ার কারণে ভোটের মুখে মুখ্যমন্ত্রীর প্রতি নজর আনতেই এই কর্মবিরতি সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে প্রায় ১৫ হাজার ও হুগলি জেলায় ৭৫০ জন MGNRGS এর কর্মী রয়েছে। আজ দুপুরে সিঙ্গুর ব্লকের ৪৫ জন কর্মীরা ব্লক আধিকারিককে ডেপুটেশন দেয়। আগামীকাল অর্থাৎ শুক্রবার রাজ্যের তরফে কোলকাতায় সল্টলেকে পঞ্চায়েত দপ্তরে অবস্থান বিক্ষোভের রাজ্য কর্মসূচি রয়েছে।