এই মুহূর্তে জেলা

ঘুসুড়িতে ফুটবল স্টেডিয়ামের উদ্বোধন , লক্ষ্মীরতনকে আমন্ত্রণ জানানো হয়নি বলে বিতর্ক।

হাওড়া , ৯ ফেব্রুয়ারি:- দীর্ঘ প্রতীক্ষিত হাওড়ার ঘুসুড়ি ফুটবল স্টেডিয়ামের উদ্বোধন হল। মঙ্গলবার দুপুরে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এই স্টেডিয়ামটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারী, এইচআইটি-র চেয়ারম্যান সুলতান সিং সহ অন্যান্য আধিকারিকরা। গত ২০১৮ সালের ৭জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্টেডিয়ামের শিলান্যাস করেছিলেন। এর প্রায় ৩২ মাসের মাথায় এদিন এই ফুটবল স্টেডিয়ামটি সকল ক্রীড়াবিদ ও ক্রীড়ামোদী মানুষের জন্য উৎসর্গ করা হল। এদিন ঘুসুড়িতে এই আধুনিকমানের ফুটবল স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক লক্ষ্মীরতন শুক্লাকে দেখা আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ ওঠে। এই নিয়ে বিতর্ক তৈরি হয়। এই বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী অরূপ রায় বলেন, “যদি লক্ষ্মীরতন শুক্লাকে আমন্ত্রণ না জানানো হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে আমন্ত্রণ জানানো উচিত ছিল। বিষয়টি আমি জানিনা। এটি এইচআইটির অনুষ্ঠান। যদি লক্ষ্মীরতনকে না ডেকে থাকেন তাহলে অবশ্যই তাঁকে ডাকা উচিত ছিল।”

অন্যদিকে, এদিন উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে মন্ত্রী অরূপ রায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২০১৮ সালের ৭ জুন এর শিলান্যাস করেছিলেন। আজকে স্টেডিয়ামের উদ্বোধন হচ্ছে। অত্যন্ত সুন্দর স্টেডিয়াম। তৈরি হয়ে পড়েছিল। আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে এখানে। ঘুসুড়ি এলাকায় আগে কোনও স্টেডয়াম ছিলনা। এটি তৈরি করতে প্রায় ৪,৪৮,৬০,৩৪০ টাকা খরচ হয়েছে। এখানে আগামী দিনে খেলা হবে। বিভিন্ন টুর্নামেন্ট হবে। তবে স্টেডিয়ামটির ভালো করে রক্ষণাবেক্ষণ জরুরি। এখানে ভালো মাঠ হয়েছে। সুন্দর গ্যালারি হয়েছে। পুরসভা যাতে মাঠটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় তার অনুরোধ জানাব। মাঠে অনুমতি সাপেক্ষে খেলাধুলা করতে পারবেন। বয়স্ক ব্যক্তিরা যাতে এখানে মর্নিং ওয়াক যাতে করতে পারেন তার অনুরোধ জানাব।”