এই মুহূর্তে জেলা

বাঙ্গাল মাঙ্গো তো বাঙ্গাল কি জনতা থাপ্পড় দেঙ্গে। চির দেঙ্গে। উখার কে ফেক দেঙ্গে – মদন মিত্র।

হাওড়া , ৬ ফেব্রুয়ারি:- “দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে, বিজেপিওয়ালো ইয়াদ রাখো বাঙ্গাল মাঙ্গো তো বাঙ্গাল কি জনতা থাপ্পড় দেঙ্গে। চির দেঙ্গে। উখার কে ফেক দেঙ্গে।” ৫৪ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবার সন্ধ্যায় এক জনসভায় ওই মন্তব্য করেন তৃণমূল নেতা মদন মিত্র। বালির বিনয় বাদল দীনেশ নগর মন্দির প্রাঙ্গনে ডুমুরজলার রবিবারের জনসভার প্রস্তুতি হিসেবে ওই সভা অনুষ্ঠিত হয়। সেখানে মদন মিত্র আরও বলেন, “দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে, বৈশালী ডালমিয়া শুনে রাখো বালী মাঙ্গো তো চির দেঙ্গে।” তিনি বলেন, “ওরা ( বিজেপি ) রোজ মারার হুমকি দিচ্ছে। আর মারামারি দেখাবেন না। বিজেপি শুনে রাখুন আপনারা ব্যারাকপুরে যদি খেলার চেষ্টা করেন তাহলে এবার ‘মীরজাফর থ্রি’ আমরা করব।”

মদনবাবু আরও বলেন, “খেলা হবে। গোটা বাংলায় খেলা হবে। মাঠ জুড়েই খেলা হবে। তৈরি থাকতে হবে। এদের ( বিজেপিকে ) ঢুকতে দেওয়া যাবেনা।” এদিন মদন মিত্র বলেন,”গদ্দারি আমি করিনি। একটা ইডির চিঠি পেয়ে মুকুল, শোভন, সব্যসাচী, শুভেন্দুরা চলে গেল। আমাকে ২৩ মাস আটকে রাখার পরেও এক ইঞ্চিও মাথা নত করিনি। কাপুরষরা রোজ মরে। বীরেরা একবার মরে। আমি বীরের মতো মরতে চাই।” এদিন মদন মিত্র বলেন, “সারা পৃথিবীতে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি বলতে পেরেছেন তাঁর দলের অনেকে কাটমানি নিয়েছেন। সাক্ষ্য দিয়ে প্রমাণ দিলে টাকা ফেরতের ব্যবস্থা করে দেবেন।”