এই মুহূর্তে জেলা

১০ ফেব্রয়ারি মালদায় নাড্ডার পাল্টা সভা মুখ্যমন্ত্রীর।

রিংকা পাত্র , ৬ ফেব্রুয়ারি:- ১০ ফেব্রয়ারি মালদায় পাল্টা সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের মুখে বিজেপি ও তৃণমূলের হাইভোল্টেজ সভা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি৷ বিজেপি সূত্রে খবর, শনিবার মালদায় যাচ্ছেন জেপি নাড্ডা। তাই শুক্রবার সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ শনিবার মালদায় তার একাধিক কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় কৃষি বিদ্যালয় পরিদর্শন করবেন তিনি৷ এছাড়া ওল্ড মালদা ব্লকের সাহাপুরে আম বাগান সংলগ্ন জমিতে কৃষকদের সঙ্গে মিলিত হবেন জেপি নাড্ডা। কৃষকদের সঙ্গে সারবেন মধ্যাহ্নভোজন৷ নাড্ডার মালদা সফরের পরই সেখানে পাল্টা সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিজেপি কতটা কৃষক দরদী তা সবাই ধরে ফেলেছে। তবে মানুষকে কোনওভাবেই যাতে ভুল বোঝাতে না পারে,

সে জন্য ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত জয়হিন্দ বাহিনি, তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল পথে নামবে। আর ১০ তারিখ দিদি তো মালদায় আসছেনই। আমরা বিজেপিকে রোখার জন্য তৈরি।’ এদিকে শুক্রবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে বরাদ্দ আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণার পাশাপাশি তিনি জানালেন, ”কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পাবেন ভাগচাষিরাও। ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করা হল।” গত ২০১৮-র শেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের। বছরে যে কোনো একটি চাষের জন্য দু-ক্ষেপে একর প্রতি জমির জন্য কৃষককে দেওয়া হয় বার্ষিক ৫,০০০ টাকা। পাশাপাশি কৃষক বন্ধু নামের নতুন প্রকল্পের আওতায় ১৮-৬০ বছর বয়সি কৃষকের মৃত্যুতে রাজ্যের তরফে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়। রাজ্যের প্রায় ৭২ লক্ষ কৃষককে এই অ্যাসিওরেন্স মডেলে আর্থিক সহায়তা দেওয়ার জন্যই এই প্রকল্প। এ বারের রাজ্য বাজেটে অনুদানের পরিমাণ বাড়িয়ে ছ’হাজার টাকা করার প্রস্তাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।