এই মুহূর্তে জেলা

প্রধানমন্ত্রীর ৬ বছর ও রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর ১০ বছরের কাজ এর খতিয়ান তুলে বিজেপির ছবি প্রদর্শনী শেওড়াফুলিতে

হুগলি , ২ ফেব্রুয়ারি:- দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। পরিবর্তন নাকি প্রত‍্যাবর্তন তা নিয়ে উত্তপ্ত হচ্ছে ভোটবাজার। শাসক বিরোধী উভয়পক্ষ ই কোমড় বেঁধে মাঠে নেমে পড়েছেন। উন্নয়ন নাকি উন্নয়নের নামে ভাঁওতা তা নিয়ে চর্চা চলছে রাজ‍্য জুড়ে। এর ই মধ‍্যে ছবিযুদ্ধ এর আয়োজন করলো হুগলীর শেওড়াফুলি মন্ডলের বিজেপি কর্মীরা। স্টেশন সংলগ্ন পার্কে চলছে ছবির প্রদর্শনী। ১২ ঘন্টার এই প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর ৬ বছর ও রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর ১০ বছরের কাজ এর খতিয়ান তুলে ধরা হয়েছে। বিজেপির অভিযোগ বিগত ১০ বছরে উন্নয়নের নামে ভাঁওতা দেওয়া হয়েছে। রাজ‍্যে শিল্প নেই। শিল্প তাড়িয়ে চোলাই মদ এর শিল্প করা হয়েছে। ২০ টাকা পাউচে বিক্রি করা হচ্ছে মদ।

কেন্দ্রের প্রকল্পের নাম পরিবর্তন করে নিজের নামে ব‍্যবহার করছে রাজ‍্য বলে অভিযোগ। জেলায় জেলায় খুন ,জখম ,মারপিট চলছে। বিরোধী রাজনৈতিক দল করলেই মিথ‍্যা কেসে পুলিশকে ব‍্যবহার করে ফাঁসানো হচ্ছে। সেই সমস্ত ঘটনার চিত্রায়ণ করে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। পথ চলতি মানুষ সহ শিশুদের বিনামূল‍্যে দুধ ও খাওয়ালেন বিজেপি কর্মীরা। যদিও এই সমস্ত কর্মসূচীকে নাটক বলে কটাক্ষ তৃণমূলের। রাজ‍্য জুড়ে প্রচুর প্রকল্প চলছে। বিজেপির কর্মী সহ তাদের পরিবার ও সব সুফল ভোগ করছে। স্বাস্থ‍্য সাথীর বিরোধীতা করছে আবার নিজেরাই সেই কার্ড তৈরীর জন‍্য লাইন দিচ্ছে। বিজেপি ধর্মের নামে ভাগ করতে চাইছে। বিভেদ তৈরি করছে মানুষের মধ‍্যে। ঠান্ডায় কৃষকরা আন্দোলন করছে সেই কৃষকদের অত‍্যাচার করছে ,দমন করছে পুলিশ দিয়ে। বিজেপির মুখে উন্নয়নের কথা মানায় না বলে দাবী তৃণমূলের। যত ই কুৎসা করুক নবান্নে দিদি ই আসছে আবার সেটা শুধু সময়ের অপেক্ষা বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।