এই মুহূর্তে জেলা

পণের দাবীতে বধু হত্যার অভিযোগ, দোষীদের গ্রেপ্তারের দাবীতে পুলিশ কর্তার দ্বারস্থ পরিবার।

সুদীপ দাস , ২ ফেব্রুয়ারি:- গত বছর ৩০শে নভেম্বর উঃ ২৪ পরগনা জেলার টিটাগড় থানা এলাকার ব্যারাকপুর তালপুকুরের বাসিন্দা বাবলি সিং(২০)-এর সাথে সামাজিকভাবে বিয়ে হয় হুগলির শ্রীরামপুর থানার রিষড়া নয়াবস্তি এলাকার বাসিন্দা জয়ন্ত সিং(২৫)-এর। জয়ন্ত কোলকাতায় একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করে। অভিযোগ বিয়ের সময় নগদ লক্ষাধিক টাকা সহ বহু জিনিসপত্র যৌতুক হিসাবে নিলেও বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবীতে বাবলির উপর শুরু হয় অত্যাচার। বিয়ের মাত্র দু’মাসের মাথায় জানুয়ারীর ২৫তারিখ বাবলির ঝুন্ত মৃতদেহ উদ্ধার হয় তাঁর শ্বশুড়বাড়ি থেকে। বাবলির দুই দাদা অভিমন্যু কুমার সিং ও মনীশ কুমার সিং-এর বক্তব্য তাঁরা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে এসে বোনের মৃতদেহ দেখতে পায়।

অভিযোগ সেসময় বোনের গলায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিলো। বোনের সৎকারের পরই বাবলির স্বামী জয়ন্ত সহ শ্বশুড়বাড়ির মোট ৬জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অভিমন্যু। কিন্তু অভিযোগ ঘটনার পর জয়ন্ত গ্রেপ্রার হলেও বাকিরা আজও অধরা। বোনের হত্যাকারীদের সকলকে গ্রেপ্তারের দাবীতে আজ চুঁচুড়ায় চন্দননগর পুলিশ কমিশনারের সাথে দেখা করতে আসেন বাবলির বাপের বাড়ির লোকেরা। কমিশনারের সাথে দেখা না হওয়ায় পরে তাঁরা শ্রীরামপুরে ডেপুটি কমিশনারের সাথে দেখা করেন। আজ বিষয়টি খতিয়ে দেখে আগামিকাল ডেপুটি কমিশনার তাঁদের সাথে পুনরায় সাক্ষাৎ করে পদক্ষেপ করবেন বলে জানা গেছে।