এই মুহূর্তে জেলা

রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসুচি পালন করলো ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন।

সুদীপ দাস , ২ ফেব্রুয়ারি:- বারংবার জানিয়েও কোনরকম সুরাহা হয়নি। বাধ্য হয়েই গত ২৭শে জানু্যারি কোলকাতায় নবান্ন অভিযানের ডাক দিয়েছিলো ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন। কিন্তু তারপরও সমাধান সূত্র বের হয়নি। মঙ্গলবার তাই সারা রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসুচির পালন করলো এই সংগঠন। হুগলি জেলায় এই অবস্থান বিক্ষোভ কর্মসুচি পালিত হয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। এদিন সংগঠনের সদস্য-সদস্যারা চুঁচুড়া ময়দান সংলগ্ন এলাকা থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিছিল চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে সমাপ্ত হয়। সেখানে নিজেদের দাবী-দাওয়া নিয়ে স্লোগান দিতে থাকে সিভিল ডিফেন্সের কর্মীরা। ঘড়ির মোড়ে বসে পরে চলে অবস্থান বিক্ষোভ। সংগঠনের পক্ষে সমীর দলুই বলেন মাসে ৩০ দিনের কাজের দাবী এবং ৬০ বছর পর্যন্ত স্থায়ীকরণের দাবী আমরা বহু দিন ধরেই জানিয়ে আসছি। সেই দাবী তো মানাই হয়নি উপরন্তু হুগলিতে জেলাশাসক অফিস স্বজনপোষন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। সেজন্যই তাঁদের এই অবস্থান বিক্ষোভ।