ঝাড়গ্রাম , ২০ জানুয়ারি:- রোগীর সাথে অমানবিক আচরণের অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের ভাঙ্গাগড় গ্রামীন হাসপাতালে ৪৫ মিনিট ধরে রোগীকে গাড়ির মধ্যে ফেলে রেখে অন্যত্র রেফার করার অভিযোগ উঠল পরিবারের পক্ষ থেকে। জানা গিয়েছে, কেশিয়াড়ির বাসিন্দা হাতিনা বিবিকে অসুস্থ অবস্থায় আনা হলে ৪৫ মিনিট গাড়িতেই পড়ে থাকেন তিনি। ডাক্তার এলেন ঠিকই কিন্তু দেখলেন না রোগীর শারীরিক অবস্থা। শুধু লিখলেন রেফার। পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করলেও কোনও উত্তর মেলেনা। এরপর খবর দেওয়া হয় সংবাদ মাধ্যমকে। ঘটনাস্থলে সংবাদ মাধ্যমের কর্মীরা পৌঁছে ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি কিছু জানি না।
আধিকারিক বলবেন। ফোন করার জন্য ফোন নাম্বার চাওয়া হলে তিনি নিজেই তার ফোন থেকে ফোন করেন BMOH বাশব বিজয় শীটকে। উত্তরে অশ্লীল ভাষায় আচরন করে উত্তর দেন তিনি। রোগীর পরিজনরা বলেন, এখানে প্রতিনিয়ত এই ভাবে রোগীদের সাথে আচরন করেন স্বাস্থ্য কর্মীরা। প্রতিবাদ করলে মেলে না পরিষেবা। তাই কখনও কেউ কিছু বলে না। খবর জানাজানি হতে রীতিমতো রীতিমতো হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। প্রায় দিন স্বাস্থ্যের পরিষেবা নিয়ে বার বার অভিযোগ উঠছিল হাসপাতালের বিরুদ্ধে। বুধবার আবার তার প্রমান মিলল।