এই মুহূর্তে জেলা

হাওড়া কমিশনারেট এলাকায় কন্টেনমেন্ট জোন হল ২৪টি ।

হাওড়া , ৯ আগস্ট:- হাওড়া কমিশনারেট এলাকায় কন্টেনমেণ্ট জোনের সংখ্যা ২৬ থেকে কমে হল ২৪টি। তবে হাওড়া জেলায় মোট কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৯১ থেকে বেড়ে হল ৯২টি। রবিবার বিকেল ৫টা থেকে ওইসব এলাকায় সম্পূর্ণ লকডাউন কার্যকর করা হয়েছে। সেইসঙ্গে পুরো সিল করে দেওয়া হয়েছে এলাকাগুলি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কমিশনরেট এলাকার মধ্যে হাওড়া ও ডোমজুড় থানার ৫টি করে এলাকা, গোলাবাড়ির ৪টি, মালিপাঁচঘড়ার ৩টি, নিশ্চিন্দা ও সাঁকরাইলের ২টি করে এলাকা এবং লিলুয়া, ব্যাঁটরা ও সাঁতরাগাছি থানার ১টি করে এলাকা কণ্টেনমেণ্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া জেলার গ্রামীণ এলাকার মধ্যে শ্যামপুর থানার ২৪টি, বাগনানের ১৬টি, উলুবেড়িয়ার ৯টি , উদয়নারাণপুর , জগৎবল্লভপুর ও আমতার ৬টি করে ও পাঁচলার একটি এলাকাকে কণ্টনমেণ্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার প্রশাসনের পক্ষ থেকে এই কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশিত হয়।