হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- হাওড়া স্টেশন থেকে ফের বিপুল পরিমাণ টাকার সোনা উদ্ধার হয়েছে। জানা গেছে, সন্দেহজনক এক ব্যক্তির থেকে আরপিএফ এবং জিআরপি ওই সোনা উদ্ধার করে। আটক করা হয় বিভাস আদক নামের সন্দেহজনক এক ব্যক্তিকে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। রেল সূত্রের খবর, ধৃত ব্যক্তি স্টেশনের ৯ নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিলেন।
সন্দেহের বশে আরপিএফ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু অসঙ্গতি মেলায় তখন তার ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ সোনার গয়না (২ কেজি ৬৮০ গ্রাম) বাজেয়াপ্ত করে। এর বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৭ লক্ষ টাকা। এরপরেই হাওড়া জেলার জয়পুরের বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শুরু হয়েছে।