এই মুহূর্তে জেলা

শুধু মমতার ইচ্ছা প্রকাশ নয় , দিদিকে নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর আবেদন গেরুয়া শুভেন্দুর।


হুগলি , ২০ জানুয়ারি:- তৃণমূলকে বাঁচানোর কোনো ওষুধ বাজারে বের হয়নি, কাজেই এবারে যাবে তৃণমূল- দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। আজ হুগলির মানকুণ্ডুর সার্কাস মাঠে এক জনসভা থেকে একথা বলেন তিনি পাশাপাশি এই মঞ্চ থেকে তিনি বলেন মাননীয়া বলছেন নন্দীগ্রাম মেজ বোন, ভবানীপুর বড় বোন এরপর নেতাইকে ছোট বোন বলবে তবে আমরা ওনাকে দু জায়গা থেকে দাঁড়াতে দেব না। নন্দীগ্রামে উনি দাড়ালে বিজেপির যে প্রার্থী হবে সে হাফ লাখ ভোটে হারাবে পাশাপাশি তিনি জানান দিল্লি এবং কলকাতায় এক সরকার থাকলে বাংলার উন্নয়ন হবে কাজেই মোদীজি নেতৃত্বে বিজেপিকে নিয়ে আসার আহ্বান জানান, না হলে এখন কয়লা, বালি পাচার হচ্ছে এরপর কিডনি পাচার হবে বলে দাবি করেন।

অন্যদিকে পিসি ভাইপো কোম্পানির সমালোচনা করে বলেন সবেতো টেলার দেখছো এখনো সিনেমা অনেক বাকি আছে। এদিনের সভায় শুভেন্দু ছাড়াও ছিলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। এদিন সভার আগে চন্দননগর থেকে একটি র্যালি শুরু হয়, প্রায় চার কিলোমিটার রাস্তা অতিক্রম করে মানকুন্ডু সার্কাস মাঠে এসে তা শেষ হয় কয়েকশো কর্মীর উপস্থিতিতে। এই শোভাযাত্রায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।