এই মুহূর্তে জেলা

রিষড়ায় নির্যাতিতা নাবালিকার পরিবারের সাথে দেখা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

হুগলি , ৬ জানুয়ারি:- রিষড়ায় নির্যাতিতা নাবালিকার পরিবারের সাথে দেখা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। গতমাসে রিষড়া বারোজীবী এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় যুবকের বিরুদ্ধে।এরপর বিচারের আসায় নির্যাতিতার পরিবার বিভিন্ন থানায় ঘোরে। কিন্তু অভিযোগ তাদের অভিযোগ না নিয়ে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে রাখে পুলিশ প্রশাসন। এরপর কোর্টের দ্বারস্থ হয় বিজেপি মহিলা মোর্চা। এদিন সেই নির্যাতিতার পরিবারের সাথে দেখা করে দোষীদের কঠোর শাস্তির দাবি তুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

এদিন তিনি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে মহিলারা সুরক্ষিত থাকছেনা। আর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ে বলেন এক নির্যাতিতার পরিবারকে বিচারের আসায় বিভিন্ন পুলিশ থানায় ঘুরেও বিচার পাচ্ছেনা। সাধারণ মানুষকে বিচার পেতে গেলে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে।রাজ্যে পুলিশ প্রশাসনের ভুলিকা লজ্জার।এদিন অগ্নিমিত্রা পাল আরো বলেন আগে মমতা ব্যানার্জী কাক মরলেও সিবিআই এর জন্য দাবি জানাতেন আর এখন রাজ্যে এত অপরাধ পাড়ায় পাড়ায় হলেও তিনি চোখ বন্ধ করে থাকেন। কিন্তু মহিলা মোর্চার কর্মীরা সব সময় মহিলাদের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। এদিন তার সঙ্গে ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক এর মহিলা সভানেত্রী বিজলী মিত্র, সভাপতি শ্যামল বসু।