তরুণ মুখোপাধ্যায় , ১ জানুয়ারি:- শুক্রবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২০২১ এর প্রথম দিনটিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হল সর্বোত্ত। এদিন রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরসভার সামনে এক অনুষ্ঠানে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি এবং পুরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। তার এই দশ বছরের রাজত্বকালে পশ্চিমবঙ্গের প্রভূত উন্নতি হয়েছে। যেখানে চোখ যায় উন্নয়নের জোয়ার বইছে। তার স্বপ্নের ৬৫ টি প্রকল্পের কাজ রাজ্য জুড়ে চলছে। জন্ম থেকে মৃত্যু প্রতিটি ক্ষেত্রে পরিষেবা পাচ্ছেন রাজ্যের মানুষেরা। আগামী নির্বাচনে সমস্ত প্ররোচনা উপেক্ষা করে রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় নিয়ে আসবে।
সঙ্গে সঙ্গে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন গত বছর যে ভাবে করোনার মহামারী সারা বিশ্বজুড়ে তথা আমাদের দেশেও ছড়িয়ে পড়েছিল তা যেন এই নতুন বছরের সঙ্গে সঙ্গে দূর হয়ে যায, সমস্ত গ্লানি জরা মৃত্যু। আবার নতুন সূর্য উদয় হোক এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান, প্রাক্তন পৌর সদস্য শুভজিৎ সরকার, মনোজ গোস্বামী, তাপস সরখেল, অংকন ব্যানার্জি, মহিলা নেত্রী রিনা ঘোষ, এবং পৌলোমী চক্রবর্তী। অনুষ্ঠানে প্রায় ৩০০০ দুস্থ মানুষকে শীতবস্ত হিসেবে কম্বল উপহার দেয়া হয় অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা এবং তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে জাহিদ হাসান খান এবং বিজয় সাগর মিশ্র।