এই মুহূর্তে জেলা

শিলিগুড়ি মহকুমার বিধাননগরে দুটি অবৈধ বালি বোঝায় ট্রাক্টর সহ গ্রেফতার ২

শিলিগুড়ি , ১ জানুয়ারি:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে অবৈধ বালি বোঝায় দুটি ট্রাক্টর সহ দুজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ ফজরুল(২৮) ও আবু তাহির(২১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিধাননগরে ৩১ নং জাতীয় সড়কের উপর টহলদারি চালাছিল বিধাননগর থানার পুলিশ। এরপর দুটি বালি বোঝায় ট্রাক্টর আটক করে। এবং বৈধ কাগজপত্র দেখাতে বলা হয় চালকদের। কিন্তু চালক কোন রকম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বালি বোঝায় ট্রাক্টরদুটিকে আটক করে থানায় নিয়ে আসে। এবং চালকদের গ্রেফতার করে। এর পাশাপাশি বিধাননগর থানার পুলিশ আরও জানিয়েছেন যে অবৈধ বালি বোঝায় ট্রাক্টরের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।