প্রসেনজিৎ মাহাতো,১৫ ডিসেম্বর:- ২০১৪ পর আবার ২০২০…আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি মহমেডানের সামনে। দুরন্ত ছন্দে আছে সাদা কালো শিবির। টানা ৭ ম্যাচে অপরাজিত। বুধবার আইএফএ শিল্ডের সেমিফাইনালে নামছে মহমেডান। যুবভারতীতে হেভিয়ার দলের সামনে রিয়াল কাশ্মীর। কঠিন লড়াইয়ের আগে আগে সাদা-কালো-কে তাতাচ্ছে সাম্প্রতিক ফর্ম। যার মধ্যে ৬টাতে জিতেছেন ফিলিপ আজারা। ২০০৭-০৮ সালে সাবির আলির কোচিংয়ে শেষবার টানা ৭ ম্যাচে অপরাজিত ছিল শতাব্দী প্রাচীন ক্লাবটি।
তবে মহমেডান উদ্বিগ্ন টানা খেলার ক্লান্তি নিয়ে। শনিবার গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলে সোমবার কোয়ার্টার ফাইনাল খেলে। কোয়ার্টার ফাইনাল জেতার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের ম্যাচ। তাই মহমেডানের স্প্যানিশ কোচ যতটা সম্ভব তরতাজা রাখছেন ফুটবলারদের। প্রথম একাদশে খুব একটা বদলের সম্ভাবনা কম। গোলকিপার প্রিয়ান্ত সিং খেলবেন না পারিবারিক সমস্যায়। ফাতাউ খেলবেন না। গোলের জন্য আজা ভরসা। গত কয়েকবছর ধরে একই দল ধরে রেখেছে রিয়াল কাশ্মীর। ফিজিকাল ফুটবল আর লং বল খেলতেই পছন্দ করে কাশ্মীরের দলটি। রিয়াল কাশ্মীরকে আটকাতে অবশ্য পাসিং ফুটবলই অস্ত্র সাদা কালোর।