এই মুহূর্তে কলকাতা

মমতার সফরের মধ্যেই বদল শিলিগুড়ির পুলিশ কমিশনার।


কলকাতা , ১৫ ডিসেম্বর:- একাধিক কর্মসূচি নিয়ে এখন উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের মধ্যেই শিলিগুড়ির পুলিশ কমিশনার বদল করা হল। ত্রিপুরারি অর্থবের পরিবর্তে নতুন কমিশনার হলেন দেবেন্দ্র প্রতাপ সিংহ। তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন। সম্প্রতি বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। একজন বিজেপি কর্মীর মৃত্যুর খবর ঘিরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। সেই কারণেই শিলিগুড়ির পুলিশ সুপার বদলি হলেন কি না তা জানানো হয়নি। সরকারিভাবে জানানো হয়েছে এটা রুটিন বদলি। ত্রিপুরারির বদলি তুলে দিয়েছে একাধিক প্রশ্ন। ভোটের আগে নির্বাচন কমিশন পুলিশ আধিকারিকদের সাময়িকভাবে অদলবদল করে। দেখা হয় কোনও অফিসারের এক জায়গায় চাকরির ৩ বছর পেরিয়েছে কিনা এবং তিনি নিজের জেলাতে ডিউটি করছেন কিনা। ত্রিপুরারির ক্ষেত্রে যার কোনটিই প্রযোজ্য নয়।

তাহলে তড়িঘড়ি বদলির কারণ কী? ওয়াকিবহাল মহল বলছে এর উত্তর সম্ভবত লুকিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের এক মাস দার্জিলিংবাসের মধ্যে। গোটা নভেম্বর মাস কলকাতার রাজভবন ছেড়ে রাজ্যপাল গিয়ে ছিলেন দার্জিলিং রাজভবনে। সেই সময় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধান ত্রিপুরারিকে বারবার দেখা গিয়েছে দার্জিলিং রাজভবনে। জগদীপ ধনখড়ের প্রকাশ্য কর্মসূচিতেও দেখা গিয়েছে ত্রিপুরারিকে। রাজ্যপালের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা কোন পর্যায়ে? এই প্রশ্নের স্পষ্ট উত্তর না মিললেও ত্রিপুরারির বারবার দার্জিলিং ছুটে যাওয়া ভালো চোখে দেখেনি নবান্ন। তাই কি ত্রিপুরারিকে সরিয়ে বার্তা দেওয়া হল সেই আইপিএসদের, যাঁরা রাজনৈতিক পট পরিবর্তনের আশায় অধুনা বিরোধী শিবিরের কাছাকাছি আসতে চাইছেন? প্রশ্ন উঠছে। ত্রিপুরারির বদলির পর শিলিগুড়ি পুলিশের দায়িত্ব নিচ্ছেন ডিপি সিংহ। আগে দার্জিলিঙের পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন। ছিলেন কোচবিহারের এসপিও। ২০০৪ ব্যাচের আইপিএস ডিপি সিংহ আসানসোলের কমিশনার ছিলেন। বর্তমানে তিনি ছিলেন কলকাতা পুলিশে।