এই মুহূর্তে জেলা

চার মাসের শিশু কন্যাকে আছাড় মেরে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে।

পুড়শুড়া,৭ ফেব্রুয়ারি:- চার মাসের শিশু কন্যাকে আছার মেরে খুন করার অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত বাবা সমির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পুড়শুড়া থানার ফুলপুকুর এলাকার। প্রতিবেশী সূত্রে জানা গেছে গত রবিবার দুপুর থেকেই মৃতা শিশু কন্যা পিয়ালী মালিকের বাবা ও মায়ের মধ্যে কথা কাটাকাটি চলছিল। সারা দিন বাড়িতে ছিলো না মৃতা শিশু কন্যা পিয়ালীর বাবা। প্রতিবেশীরা আরও জানাচ্ছে রাত্রি ৯টা নাগাদ মৃতা শিশুকন্যা পিয়ালীর বাবা সমীর মালিক ও মা প্রিয়ার মধ্যে বচসা থেকে হাতাহাতি হয়। সেই সময় নাকি চার মাসের শিশুকন্যা পিয়ালীকে আছার মেরে খুন করার অভিযোগ ওঠে পুরশুড়ার শ্যামপুর ফুলপুকুরের হরেন মালিকের পুত্র সমীর মালিকের (৩০) বিরুদ্ধে। স্থানীয় মানুষের দাবী অভিযুক্তের প্রথমে একটি কন্যা সন্তান জন্মায়। তাঁর নাম পিউ মালিক (৩) পরে আর একটি শিশুকন্যার জন্মের পর থেকেই অশান্তি চলে।

দ্বিতীয় কন্যা সন্তানের জন্মের পর থেকেই তা মেনে নিতে পারেনি সমীর মালিক। রাত্রেই প্রতিবেশীদের তৎপরতায় এলাকার গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। ঘটনার খবরে মুহূর্তের মধ্যে কান্নায় ভেঙে পরে পরিবার ও প্রতিবেশীরা। পুরশুড়া থানা সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা নাগাদ মৃতা শিশুকন্যার মা প্রিয়া মালিক ও প্রিয়ার বাপের বাড়ির থেকে পুরশুড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে চার মাসের মৃত শিশুকন্যাকে উদ্ধার করে পুরশুড়া ব্লক হসপিটালে মৃত্যু নিশ্চিত করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেই সঙ্গে মৃতা শিশুকন্যা পিয়ালীর বাবা সমীর মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল জানান, অভিযোগের ভিত্তিতে সমীর মালিককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে সমস্ত বিষয়টি দেখা হচ্ছে। সবমিলিয়ে আধুনিক যুগে এই ভাবে শিশু কন্যা সন্তানকে খুন করার ঘটনায় হতবাক এলাকার মানুষ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবী তুলেছে এলাকার মানুষ ও বুদ্ধিজীবীরা।