এই মুহূর্তে জেলা

হাওড়ার নিশ্চিন্দায় আগুনে ভস্মীভূত বাড়ি।

হাওড়া , ৫ নভেম্বর:- হাওড়ার নিশ্চিন্দার পশ্চিমপাড়া এলাকায় বুধবার রাতে একটি টালিচালার বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। বাড়িটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে একজন আহত হন বলে জানা গেছে। আহতকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, এদিন রাত ন’টা নাগাদ হাওড়ার বালির নিশ্চিন্দা পশ্চিমপাড়ায় ওই টালির ঘরে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলে দুটি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে একজন জখম হন। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িওয়ালা সনৎ গুপ্তার ভাড়াটিয়া রাকেশ গোস্বামী ওই ঘরের পাশেই পুরাতন জিনিসপত্র, প্লাস্টিক প্রভৃতি কেনাবেচার জন্য রেখেছিলেন। ঘরের সামনে থাকা প্লাস্টিকে হঠাৎ জ্বলন্ত কুপী উল্টে গিয়ে প্লাস্টিকে আগুন ধরে যায়। তৎক্ষণাৎ আগুন ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হয়ে যায় কাঁচা বাড়িটি।দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।