এই মুহূর্তে জেলা

শক্তপোক্ত তৃণমূল জেলা কমিটি গড়ার সিদ্ধান্ত হাওড়ায়। সাংবাদিক বৈঠকে বললেন রাজীব।


হাওড়া , ৪ আগস্ট:- দক্ষতা ও যোগ্যতাকে মাপকাঠি করে খুব ছোট এবং শক্তপোক্ত তৃণমূল জেলা কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হল হাওড়ায় । মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি লক্ষ্মীরতন শুক্লার উপস্থিতিতে এমনটাই জানালেন দলের কো-অর্ডিনেটর মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । জেলা সদর সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবারই প্রথম দলের সাংসদ , বিধায়কদের নিয়ে বৈঠক করেন লক্ষ্মীরতন শুক্লা । জেলা সদর কার্য্যালয়ে ওই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় , বিধায়ক বৈশালী ডালমিয়া , ব্রজমোহন মজুমদার , গুলশন মল্লিক প্রমুখ ।

বৈঠকে গরহাজির ছিলেন মন্ত্রী তথা দলের চেয়ারম্যান অরূপ রায় , বিধায়ক জটু লাহিড়ী। বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন , “গত ২৩ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন হাওড়া জেলার নতুন সভাপতি লক্ষ্মীরতন শুক্লা । পুরনো সভাপতি অরূপ রায় হলেন চেয়ারম্যান আর আমি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর যেমন ছিলাম আছি । সবাই জানেন নতুন জেলা তৈরি হলে পুরনো কমিটি ভেঙে নতুন করে কমিটি তৈরি করতে হয়। তাতে যেমন পুরনো কর্মীরাও থাকবেন তেমন নতুন কর্মীরাও যুক্ত হবেন । আজ সাংসদ বিধায়কদের নিয়ে সবার মতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

যখন এই কমিটি তৈরি হবে তখন জানিয়ে দেওয়া হবে । পাশাপাশি সিদ্ধান্ত হয় আগামী সপ্তাহ থেকে প্রতিটি ব্লকে ব্লকে গিয়ে বৈঠক করা হবে । কোথায় কি দুর্বলতা আছে , সেখানে কি করণীয় তা নেতৃত্ব দেখবে । নেতৃত্বের সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করতে চালু হবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ।” বুধবার অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাসের জন্য এখানে লকডাউন মাবা হবে না । বিজেপির এই হুমকি সম্পর্কে রাজীববাবু বলেন , “ধর্মকে সামনে রেখে , ধর্মীয় আবেককে সামনে রেখে ওরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে । যার জবাব আগামী দিনে বাংলার মানুষ দেবেন।”