হাওড়া, ১৮ অক্টোবর:- হাওড়ায় বন্ধ হচ্ছে পান মসলা, ধোঁয়াহীন তামাকজাত দ্রব্যের ব্যবহার। এর পাশাপাশি বন্ধ হচ্ছে এই সকল দ্রব্যের উৎপাদন, আমিদানি, রপ্তানি এবং বিক্রিও। এমনকি এই ধরনের দ্রব্যের বিজ্ঞাপন দেওয়াও বন্ধ হচ্ছে হাওড়ায়। নিয়ম না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এ ব্যাপারে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এক নির্দেশিকা দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধোঁয়াহীন তামাক, পান মশলা, গুটখা বা সেই জাতীয় জিনিস অত্যন্ত ক্ষতিকর। এতে মানুষ অসুস্থ হন। মৃত্যুও ঘটে এই ধরনের নেশা করে। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, তামাক, পান মশলা বা ওই জাতীয় জিনিস খেলে মানুষের শরীরে ভয়ংকর প্রভাব পড়ে।
ধোঁয়াহীন তামাক সেবনে ক্যান্সার, হার্টের অসুখ সহ বিভিন্ন অসংক্রমিত মারাত্মক রোগের শিকার হতে পারে। আর পান মশলা, গুটখা বা ওই জাতীয় জিনিস সেবনে যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু এমন কি করোনার মতো রোগ সংক্রামিত হতে পারে। এর সঙ্গে পান মশলার পিক রাস্তায় ফেললে তার থেকে সুস্থ ব্যাক্তির সংক্রমণ ছড়াতে পারে। মানুষকে সুস্থ রাখতেই এই সিদ্ধান্ত জেলা স্বাস্থ্য দপ্তরের। এই নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ /২৬৮ /২৬৯ /৩৭০ ধারায় মামলা রুজু করা হবে।