এই মুহূর্তে খেলাধুলা

এবার রাজধানীতে ক্রিকেট প্রশাসকের ভূমিকায় জেটলি পুত্র

স্পোর্টস ডেস্ক , ১৮ অক্টোবর:- জয় শাহের পর আরও এক BJP নেতার পুত্রকে এবার দেখা যাবে ক্রিকেটের প্রশাসকের ভূমিকায়। শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ’র প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির ছেলে রোহন জেটলি। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এই পদে থাকবেন তিনি। যদিও ডিডিসিএ’র অন্যান্য পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫, ৬ এবং ৮ নভেম্বর। ফল ঘোষণা হবে ৯ নভেম্বর।

অরুণ জেটলি ১৯৯৯ সাল থেকে ২০১৩– একটানা ১৪ বছর DDCA–র প্রেসিডেন্ট ছিলেন। মৃত্যুর পর আবার ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে তাঁর নামেই রাখা হয়। পেশায় উকিল রোহন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন একদম শেষদিকে। অন্যদিকে, সুনীল কুমার গোয়েল প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দিলেও পরে তা প্রত্যাহার করে নেন। যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে কিছুটা যেন হতাশও হন রোহন জেটলি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বলেছিলেন, ‘‌‘‌নির্বাচনের জন্য আমি প্রস্তুত ছিলাম। গণতন্ত্রের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি।’‌’