এই মুহূর্তে জেলা

বসন্ত উৎসবকে কেন্দ্র করে শ্রীরামপুরে উত্তেজনা , ভাঙচুর দোকান ,অবরোধে ব্যবসায়ীরা।

হুগলি, ১৭ মার্চ:- শ্রীরামপুর গান্ধী ময়দানে বসন্ত উৎসবে ব্যপক গন্ডোগোল, দোকান ভাঙচুর। প্রতিবাদে ব্যবসায়ীরা পথ অবরোধ করে বিক্ষোভে। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ। আজ বিকালে শ্রীরামপুর কলেজের টিএমসিপি সমর্থকরা বসন্ত উৎসব পালন করার জন্য জরো হয় শ্রীরামপুর স্টেশন সংলগ্ন গান্ধী ময়দানে। সেখানে স্থানীয় কিছু ছেলে যোগ দেয়। নিজেদের মধ্যে বচসা থেকে হাতহাতিতে জরিয়ে পরে তারা। পুলিশ গিয়ে বসন্ত উৎসব বন্ধ করতে বলে। তখনকার মত বিষয়টি মিটে গেলেও পুলিশ চলে যেতেই

ব্যপক গন্ডোগোল শুরু হয়ে যায়। তৃনমূল ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। তাদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ মদ্যপ অবস্থায় বসন্ত উৎসব পালন করতে এসে নিজেদের মধ্যে মারামারি শুরু করে। দোকান ভাঙচুর করা হয়। আটকাতে গিয়ে আক্রান্ত হন ব্যবসায়ীরা। দোষীদের গ্রেফতার করতে হবে এই দাবীতে ব্যবসায়ীরা বিপিদে স্ট্রীট অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে হাজির হয় পুলিশ।