সুদীপ দাস , ১২ অক্টোবর:- হুগলি জেলায় রেল অবরোধ অব্যাহত। রবিবার দিনভর পান্ডুয়া, বৈঁচি ও হুগলি স্টেশনে অবরোধের পর সোমবার সাতসকালে একই দাবীতে অবরোধ শুরু হলো চুঁচুড়া স্টেশনে। রেলের পেট্রোলিং স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবীতে এদিন সকাল প্রায় সাড়ে সাতটা থেকে অবরোধ শুরু হয় চুঁচুড়ায়। রেলকর্মীদের নিয়ে হাওড়াগামী একটি ডাউন গাড়ি চুঁচুড়ায় আটকে পরেছে। প্রসঙ্গত রবিবার সকাল ৬টায় বর্ধমান-হাওড়া ডাউন মেন লাইন ধরে পান্ডুয়ায় আসে রেলের স্পেশাল পেট্রোলিং কার। এই ট্রেন মূলতঃ রেল আধিকারিকদের জন্য। যেই ট্রেনে উঠেই দিন দুয়েক ধরে লিলুয়া ও হাওড়ায় রেল পুলিশের ক্ষোভের মুখে পরে যাত্রীরা। অভিযোগ যাত্রীদের মারধরও করা হয়।
শনিবার ওই বিশেষ ট্রেনে উঠে অশান্তির সৃষ্টি হয় সোনারপুরেও। এরপর রবিবার সাতসকালে সেই ট্রেনে উঠতে চেয়েই ধুন্দুমার বাঁধে পান্ডুয়া স্টেশনে। ট্রেনটিকে প্লাটফর্মে ঘিরে ধরেই বিক্ষোভে ফেটে পরে রেলের সাধারন যাত্রীরা। তাঁদের দাবী টিকিট কাউন্টার খুলতে হবে এবং সাধারন ট্রেন দিতে হবে নতুবা এই স্পেশাল পেট্রোলিং কারেই তাঁদের উঠতে দিতে হবে। এই দাবীতে সকাল ৬টা থেকে রেল অবরোধ চলে। অনরোধ ওঠে দূপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ। আজ গতকালের স্টেশনগুলিতে না হলেও পুনরায় চুঁচুড়া স্টেশনে রেল অবরোধ শুরু হয় চুঁচুড়ায়। ঘটনাস্থলে রেল পুলিশ উপস্থিত হয়েছে।