এই মুহূর্তে জেলা

জেলা টাস্ক ফোর্সের অনুমতি মেলায় পুজোর আগে সপ্তাহে দু’দিন বসছে মঙ্গলাহাট।

হাওড়া , ১০ অক্টোবর:- টাস্ক ফোর্সের অনুমতি মেলায় পুজোর আগে সপ্তাহে দু’দিন বসছে হাওড়ার মঙ্গলাহাট। অনুমতি মিলেছে জেলা প্রশাসনের তরফ থেকেও। ব্যাবসায়ীদের দাবি মেনে আসন্ন শারদোৎসবের কথা ভেবে শনিবার ও রবিবার সপ্তাহে দু’দিন হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার জেলা টাস্ক ফোর্সের বৈঠকের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু আর কয়েকদিন পরেই পুজো তাই রবিবারের পাশাপাশি আগামী দুই সপ্তাহ শনিবারও এই হাট বসবে। লকডাউনের পর প্রতি রবিবার ভোর ৪টে থেকে দুপুর ১২টা র্পযন্ত স্থায়ী দোকানদারদের হাট বসতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হাওড়া জেলা প্রশাসন। সেই সিদ্ধান্তের প্রতিবাদ করে বিক্ষোভ দেখান হাটের ফুটপাতের ব্যবসায়ীরা। তাঁদেরকেও বসতে দিতে হবে এবং একদিন নয়, দুদিন হাট বসতে দিতে হবে এই দাবি জানান তাঁরা।

কারণ যে ব্যবসায়ীরা ফুটপাতে আগে সোমবার বসতেন তাঁরা আর মঙ্গলবার বসতে পারতেন না। সেই জায়গায় অন্য ব্যবসায়ী বসতেন। তাই রবিবার একদিন ফুটপাতে বসার অনুমতি দেওয়ায় কয়েক হাজার ব্যবসায়ী পুজোর মুখে বসতে পারছিলেন না। পরর্বতীকালে ফুটপাতে ব্যবসা করা ব্যবসায়ীদেরও হাটে বসার অনুমতি দেয় প্রশাসন। এবার মূলত তাঁদের দাবি মেনেই সপ্তাহে দু’দিন মঙ্গলাহাট বসার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। ব্যবসায়ীদের এই সমস্যার কথা ভেবে পুজোর আগেই শনিবারও হাট বসার অনুমতি দিয়েছে প্রশাসন। শনিবার হাট বসবে বিকাল ৪টে থেকে রাত ১২টা র্পযন্ত। তবে, বিকেল ৪টের আগে কোনওভাবেই হাটের মাল হাট চত্বরে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।