এই মুহূর্তে জেলা

হাত বাড়ালেই মুদি সামগ্রী , বিনা পয়সার ফুড জাংশান রিষড়ায়।

সুদীপ দাস , ১৭ মে:- হাত বাড়ালেই মিলবে তেল, নুন, মশলা, সাবান সহ মুদিখানার জিনিসপত্র। যার জন্য গাটের কড়ি খরচ করতে হবে না কাউকে। তবে এই ব্যাবস্থা শুধু তাঁদের জন্যই যাদের গাটে সত্যিই কড়ি নেই! লকডাউনের বাজারে যারা সত্যিই অভূক্ত। সেইসমস্ত মানুষদের কথা চিন্তা করে হুগলীর রিষড়া বারুজীবি এলাকায় খোলা হয়েছে ভবানী ফুড জংশন। নেপথ্যে স্থানীয় তৃণমূল কংগ্রেস। এলাকার এক তৃণমূল কর্মীর প্রয়াত মায়ের নামে ওই ফুড সেন্টারের নামকরন করা হয়েছে। যেখানে এসে যেমন সেন্টারের দরজা খুলে নিজের প্রয়োজন মত খাদ্যসামগ্রী গ্রহন করতে পারবেন সত্যিকারের অভূক্ত মানুষরা; ঠিক তেমনই এই সেন্টারের দরজা খুলে সামর্থ্যপূর্ন মানুষরা নিজেদের ইচ্ছামত খাবার এখানে রেখেও যেতে পারবেন।

এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতা গৌতম চক্রবর্তী বলেন গতবার লকডাউনে বাড়ি বাড়ি খাবার দিতে গিয়ে দেখেছি যাদের প্রয়োজন নেই তাঁরাও অনেকে খাবার নিয়েছেন। আবার বাড়ি বাড়ি খাবার দিতে গিয়ে স্বজনপোষনেরও অভিযোগ উঠেছে। তাই এবারে এই অভিনব উদ্যোগ। কারন এই ব্যাবস্থায় অনেকে যেমন নির্দ্বিধায় এখানে খাবার রেখে যাবেন, ঠিক তেমনই রাস্তায় পাশের বাক্স খুলে তাঁরাই খাবার গ্রহন করবেন যাদের প্রকৃত প্রয়োজন আছে। ভবানী ফুড জাংশান করোনা মহামারির পরেও চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন গৌতমবাবু।