এই মুহূর্তে কলকাতা

সবুজ সাথী প্রকল্পে কুড়ি লক্ষ সাইকেল বিলি করার জন্য রাজ্য সরকার প্রস্তুতি নিচ্ছে।

কলকাতা , ১০ অক্টোবর:- সবুজ সাথী প্রকল্পের আওতায় আরও কুড়ি লক্ষ সাইকেল বিলি করার জন্য রাজ্য সরকার প্রস্তুতি নিচ্ছে। রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এই সাইকেল গুলি কেনার জন্য দরপত্র আহ্বান করেছে। চলতি বছরের শেষেই এই সাইকেল গুলি বিলি করার কাজ শুরু করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্যের সরকারি এবং সরকার প্রসিত স্কুল এবং মাদ্রাসার নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে সেগুলি বিলি করা হবে। ইতিমধ্যেই রাজ্য সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে ৮৩ লক্ষ সাইকেল বিলি করেছে।