এই মুহূর্তে জেলা

ফুল-মালাতে বরন , জীপে তুলে লকডাউন অমান্যকারীদের অভিনব আপ্যায়ন পুলিশের।


হুগলি , ৮ আগস্ট:- হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার পুলিশের কর্মীদের অভিনব উদ্যোগ । লকডাউন না মেনে দোকান খুলে রাখার জন্য দোকানের মালিককে।প্রথমে মিষ্টি ও মালা দিয়ে বরণ করে পরে আটক । চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার এক পুলিশের কর্মী জানিয়েছেন । এতদিন লকডাউন না মানার জন্য কান ধরে উটবস বা ডন বৈঠক কিংবা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল । কিন্তু আজ এক অন্য পদ্ধতি ব্যবহার করা হয়েছে । এদিন সকালে চুঁচুড়া শহরে যারা দোকান খুলে রেখেছিলেন।তাদের কে প্রথমে মিষ্টি ও মালা দিয়ে বরণ করে নিয়ে তারপর তাদের আটক করা হয় । এতে লকডাউন মানবেন চুঁচুড়া শহরের বাসিন্দারা বলে মনে করেন পুলিশ কর্মীরা।