এই মুহূর্তে জেলা

শিলিগুড়ি মহকুমার বিধাননগরে ৩০ লক্ষ টাকার বিদেশী মদ সহ গ্রেফতার দুই

শিলিগুড়ি, ১০ অক্টোবর:- ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ। শনিবার ভোরবেলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের পশ্চিম মাদাতি টোলগেট এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে সন্দেহ জনক একটি ১০ চাকা কন্টেনার ট্রাক আটক করে পুলিশ। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিদেশি মদ। এই ঘটনায় ওই ট্রাকের চালক ও খালাসিকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম নিজাম আলি(৩৬) মহম্মদ আলম(২৮)। দুজনেই উত্তর প্রদেশের মোরাদাবাদের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে যে ওই উদ্ধার হওয়া মদগুলো শিলিগুড়ির দিক থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং অনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।