এই মুহূর্তে কলকাতা

রাজ্যে করোনায় সংক্রমিত সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গিয়েছে।


কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- রাজ্যে করোনায় সংক্রমিত সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত দুই লাখ ৫০ হাজার ৫৮০ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ১৯ হাজার ৮৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯২৩ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ১৫৫ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় মোট করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লক্ষ ৫০ হাজার ৫৮০ জন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এই সময়ে আরও ৫৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৮ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৫ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে ,রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল চার হাজার ৮৩৭ জন। যার মধ্যে এক হাজার ৬৮৪ জন কলকাতা ও এক হাজার ৭৭ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ২৫ হাজার ৮৯৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪১ হাজার ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৩১ লাখ ৩৯ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষা করা হলো।