চিরঞ্জিত ঘোষ , ১৩ সেপ্টেম্বর:- আজ সকালে চন্ডীতলা নবজাগরণ সংঘের দূর্গা উৎসব খুঁটি পুজোর মাধ্যমে উদ্বোধন হলো। রাজ্যের কৃষিজ বিপনন মন্ত্রী তপন দাশগুপ খুঁটি পুজোর উদ্বোধন করেন। উদ্বোধন এর পর তপনবাবু বলেন বর্তমানে সারা বিশ্বজুড়ে যে করোনার আবহাওয়া চলছে তারই মধ্যে আমাদের সমস্ত কিছু পালন করতে হচ্ছে দুর্গাপূজা হচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব বাঙালির প্রাণের উৎসব, এটা আমাদের করতে হবে তবে সবকিছু আমরা করবো সামাজিক যে বিধি-নিষেধ গুলো রয়েছে সেগুলো মেনে। বেশি ভিড় না করে মাক্স স্যানিটাইজার ব্যবহার করে এই উৎসব পালন করব। এই উৎসবের প্রধান উদ্যোক্তা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়।
এর উদ্যোগে প্রতিবছরই পুজো হয় তিনি জানিয়েছেন যে মোটা-মুটি আট লক্ষ টাকা বাজেট হয় তাদের পুজোর কিন্তু এবছর যেহেতু করোনা মহামারী দেখা দিয়েছে তার জন্য বাজেট কাটছাঁট করে দুলক্ষ টাকার মধ্যে রাখা হবে। এবং বাকি যে টাকাটা উঠবে সেই টাকাটা গরিবদের মধ্যে তাদের জামা কাপড় থেকে মাক্স স্যানিটাইজার কিনে বিতরণ করা হবে। এটা অত্যন্ত একটা সাধু উদ্যোগ, এটাকে আমি সম্মান জানাই। তার সঙ্গে সঙ্গে তিনি বলেন যে এখানকার মানুষদের দীর্ঘদিনের একটা সুপার মার্কেটের। আমি যথাসম্ভব শীঘ্রই যাতে সুপারমার্কেটটি গড়ে ওঠে তার জন্য আমাদের দপ্তরে আধিকারিকদের সঙ্গে কথা বলব। এবং যাতে এটা তাড়াতাড়ি হয় সেই ব্যাপারটা আমি দেখব। আজকের এই খুঁটি পুজো উৎসবের অনুষ্ঠানে এলাকার জেলা পরিষদের সভাধিপতি সুবীর মুখার্জি সহ এলাকার বিশাল সংখ্যক মানুষ উপস্থিত থেকে এই খুঁটি পুজো প্রত্যক্ষ করেন।