স্পোর্টস ডেস্ক , ১৩ সেপ্টেম্বর:- সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বলি ডিভা। ছবিতে স্পষ্ট বেবি বাম্প। সেদিকেই নজর অভিনেত্রীর। সঙ্গে লেখা, “নিজের শরীরে একটা নতুন জীবন তৈরি হচ্ছে। এর চেয়ে সত্যি ও সুখের আর কী-ই বা হতে পারে।” পোস্টটিতে ইতিমধ্যেই ১৮ লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে। হাজারো কমেন্টে অনুষ্কাকে শুভ কামনা জানানো হয়েছে। আর রোম্যান্টিক স্বামীর মতোই ভারত অধিনায়ক তথা হবু বাবা কোহলি লিখেছেন, “একটা ফ্রেমেই ধরা দিয়েছে আর গোটা পৃথিবীটা।” শুধু অনুষ্কার ছবিই নয়, স্ত্রীর প্রতি বিরাটের ভালবাসাও মন জয় করেছে অনুরাগীদের। উল্লেখ্য গত মাসেই নেটদুনিয়ায় ছবি পোস্ট করে বিরুষ্কা জানিয়ে ছিলেন সংসারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। সেই ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসেছিলেন সস্ত্রীক ভারত অধিনায়ক। এরপর বিরাট ও অনুষ্কাকে ফের একসঙ্গে দেখা গিয়েছিল দুবাইয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বাবা হওয়ার আনন্দ সতীর্থদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন কোহলি। একসঙ্গে কেক কাটেন অনুষ্কা ও বিরাট। এবার চর্চায় অনুষ্কার নতুন ছবি।
Related Articles
হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র গুলিতে ডাক্তারের ঘাটতি মেটানোর দিকে একধাপ এগোলো রাজ্য।
কলকাতা, ২২ ফেব্রুয়ারি:- রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সাযুজ্য রেখে হাসপতাল ও চিকিৎসা কেন্দ্রগুলিতে ডাক্তারের সংখ্যার ঘাটতি মেটানোর দিকে একধাপ এগুলো রাজ্য।বিভিন্ন মেডিকেল কলেজে স্নাতকোত্তর ডাক্তারী পড়ুয়াদের আসন সংখ্যা অনেকটা বাড়ছে। রাজ্যের ১৭ মেডিক্যাল কলেজে স্নাতকোত্তর মোট ৬৫০টি আসন বাড়ছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়ে এই আসন […]
কেন্দ্রীয় বাজেট কে দিশাহীন আখ্যা অমিত মিত্রর।
কলকাতা , ১ ফেব্রুয়ারি:- রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় বাজেট কে দিশাহীন আখ্যা দিয়েছেন। তিনি বলেন এই বাজেট কে পাপারলেস বা কাগজ হীন বলা হচ্ছে। কিন্তু আদতে এই বাজেট দিশাহীন এবং বিভ্রান্তির বাজেট। করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বের সর্বত্র সাধারণ মানুষের হাতে টাকা তুলে দেওয়ার পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। অর্থনৈতিক মডেলেও সেই সুপারিশ করা হয়েছে। কিন্তু সেই […]
রাজ্যে ফের কড়া লকডাউন , কন্টেইনমেন্ট জোনে প্রায় সবই বন্ধ থাকবে।
নবান্ন , ৭ জুলাই:- যেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছিল তেমনটাই হল। কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলা প্রশাসনের উদ্দেশে নির্দেশিকা জারি করে নবান্ন জানিয়ে দিল, কন্টেইনমেন্ট জোনগুলিতে ফের কড়া লকডাউন করতে হবে। ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। কতদিন চলবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। নবান্নের তরফে যে নির্দেশিকা জেলায় জেলায় পাঠানো হয়েছে তাতে […]