এই মুহূর্তে খেলাধুলা

ইস্টবেঙ্গল সেনাপতি ফাউলারকে নিয়ে বিস্ফোরক সুব্রত ভট্টাচার্য

প্রসেনজিৎ মাহাতো , ২ ডিসেম্বর:- জোড়া হারে তুলকালাম এসসি ইস্টবেঙ্গল। পড়শি ক্লাব এটিকে মোহনবাগানে যখন বসন্ত, লাল–হলুদে তখন বিতর্কের গনগনে আঁচ। কোচ রবি ফাউলারের মন্তব্যে ঝড়। পাল্টা দিতে ছাড়ছেন না প্রাক্তন ফুটবলার তথা স্বদেশি চাণক্যরা। মুম্বই ম্যাচ হেরে ফাউলার বলেছেন, ‘ভারতীয় ফুটবলারদের দেখে মনে হয়েছে, এদের কেউ কখনও কোচিং করাননি।’ ব্যস, তাতেই আগুনে ঘি পড়েছে। চটে লাল প্রাক্তনরা। সুব্রত ভট্টাচার্য একহাত নিলেন ফাউলারকে। বলেন, ‘উনি কী কোচিং করাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছি। উনি বেশি কথা না বলে দেশে ফিরে যান এক্ষুণি। ও অনেক বড় মাপের ফুটবলার হতে পারেন। কোচ হিসেবে যদি বড় কোচ হতেন, তাহলে নিজের দেশেই কোচিং করাতেন। এখানে কেন এলেন? সব জানি। বেশি মুখ খুললেই বিপদ। এখন ভারতীয় ফুটবলে স্পনসর রয়েছে। টাকা রয়েছে। বিদেশি থেকে উড়ে আসে আর টাকা কামিয়ে নিয়ে যায়। এই কোচের তত্ত্বাবধানে থাকলে ইস্টবেঙ্গল বেিশদূর এগোতে পারবে না।’