প্রসেনজিৎ মাহাতো , ২ ডিসেম্বর:- জোড়া হারে তুলকালাম এসসি ইস্টবেঙ্গল। পড়শি ক্লাব এটিকে মোহনবাগানে যখন বসন্ত, লাল–হলুদে তখন বিতর্কের গনগনে আঁচ। কোচ রবি ফাউলারের মন্তব্যে ঝড়। পাল্টা দিতে ছাড়ছেন না প্রাক্তন ফুটবলার তথা স্বদেশি চাণক্যরা। মুম্বই ম্যাচ হেরে ফাউলার বলেছেন, ‘ভারতীয় ফুটবলারদের দেখে মনে হয়েছে, এদের কেউ কখনও কোচিং করাননি।’ ব্যস, তাতেই আগুনে ঘি পড়েছে। চটে লাল প্রাক্তনরা। সুব্রত ভট্টাচার্য একহাত নিলেন ফাউলারকে। বলেন, ‘উনি কী কোচিং করাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছি। উনি বেশি কথা না বলে দেশে ফিরে যান এক্ষুণি। ও অনেক বড় মাপের ফুটবলার হতে পারেন। কোচ হিসেবে যদি বড় কোচ হতেন, তাহলে নিজের দেশেই কোচিং করাতেন। এখানে কেন এলেন? সব জানি। বেশি মুখ খুললেই বিপদ। এখন ভারতীয় ফুটবলে স্পনসর রয়েছে। টাকা রয়েছে। বিদেশি থেকে উড়ে আসে আর টাকা কামিয়ে নিয়ে যায়। এই কোচের তত্ত্বাবধানে থাকলে ইস্টবেঙ্গল বেিশদূর এগোতে পারবে না।’
Related Articles
চিরাচরিত রীতি মেনেই প্রতিমা নিরঞ্জন বেলুড় মঠের।
হাওড়া, ৫ অক্টোবর:- চিরাচরিত রীতি মেনে দশমীর সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন হলো বেলুড় মঠের।এবছরের মতো বেলুড় মঠের দুর্গোৎসব শেষ হলো। মা সারদা গঙ্গার ঘাটে দেবী দুর্গার বিসর্জন হয় এদিন। ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে পালিত হলো বিসর্জন পর্ব। Post Views: 275
রাজ্যপালের হস্তক্ষেপে তড়িঘড়ি উপাচার্য নিয়োগ, চাকরিতে নিশ্চিন্ত চুঁচুড়ার সায়ন।
হুগলি, ১ সেপ্টেম্বর:- কেন্দ্র সরকারের চাকরি হয়েছে, শুধুমাত্র শংসাপত্রের জন্য যোগদান করতে পারছিলেন না, তাই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন চুঁচুড়ার যুবক। আর সেই খবর প্রকাশ হওয়ার পরেই সায়ন কর্মকারকে ডেকে নিলেন রাজ্যপাল। স্বস্তির নিশ্বাস ফেলছে সায়ন ও তার পরিবার। চুঁচুড়া দক্ষিণায়ণের বাসিন্দা সায়ন কর্মকার কেন্দ্রীয় সরকারের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট (ডিআরডিও) এ পরীক্ষা দিয়ে মেধাতালিকায় এক […]
আগামীকাল মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী বিজেপি বিরোধী জোটকে মজবুত করার বার্তা দেবেন, মনে করছে রাজনৈতিক মহল।
কলকাতা, ২০ জুলাই:- তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহীদ সমাবেশ আগামীকাল। সাম্প্রতিক লোকসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত বিধানসভা উপ নির্বাচনে দলের সাফল্যকে সামনে রেখে এবারের শহীদ সমাবেশ তৃণমূল কংগ্রেসের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তাই মঞ্চ সজ্জা থেকে জমায়েত সবকিছুই এবার অন্যবারের থেকে কিছুটা বেশি জমকালো হতে চলেছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। কলকাতা থেকে জেলায় সর্বত্র প্রস্তুতি শেষ […]