হুগলি , ২১ আগস্ট:- এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার তালডাঙ্গা মোড় দত্তগলি এলাকায় । মৃত ওই যুবকের নাম শান্তনু বিশ্বাস (২৮)। শান্তনুর বাড়ির লোকের অভিযোগ তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । আর অভিযুক্ত খোদ শান্তনুর স্ত্রী শুক্লা বিশ্বাস । শান্তনুর বাবা গণেশ বিশ্বাসের অভিযোগ তাঁর বউমা শুক্লা বিশ্বাস সর্বদা শান্তনুর সাথে অশান্তি করতো । বৃহস্পতিবার রাতেও বউমার সাথে শান্তনুর অশান্তি হয় । আর আজ সকালে শান্তনুর মৃত্যুর খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই । শান্তনুর বাবা ও তাঁর কাকার বক্তব্য শান্তনুকে খুন করে ঝুলিয়ে দিয়েছে বউমা শুক্লা সহ তাঁর সাঙ্গপাঙ্গরা । মৃতদেহ উদ্ধারের পর শান্তনুর স্ত্রী শুক্লাকে আটক করেছে চুঁচুড়া থানার পুলিশ ।