এই মুহূর্তে জেলা

করোনা আবহে মহরম এ তাজিয়া নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বন্ধ এবার চুঁচুড়ায়।

সুদীপ দাস , ১৭ আগস্ট:- মহরমে জমায়েতের সবরকম অনুষ্ঠান বন্ধ হয়ে গেলো চুঁচুড়ায় । চুঁচুড়ায় অবস্থিত হুগলির কারবালায় প্রত্যেকবছর মহরমের দিন হাজার-হাজার মানুষের ভিড় জমে । শুধু হুগলি নয় হুগলির বাইরে থেকে উঃ ২৪ পরগনা , হাওড়া , বর্ধমান থেকেও বহু মানুষ হুগলিতে আসেন । শুধু ইমামবাড়া নয় , দশমীর দিন জেলার বিভিন্ন জায়াগা থেকে কমবেশী ২০ টি আখরা থেকে তাজিয়া সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা চুঁচুড়ার কারবালায় আসে । এবারে সে সমস্ত কিছুই বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত গৃহিত হলো হুগলি-চুঁচুড়া পুরসভায় আয়োজিত সভায় । এদিনের সভায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার , চুঁচুড়া থানার আইসি প্রদীপ দাঁ , পুর প্রশাসক গৌরিকান্ত মুখার্জি সহ মহরমে কারবালায় উপস্থিত আখরা কমিটিগুলির কর্ম-কর্তারা উপস্থিত ছিলেন । ধর্মীয় রিতি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মহরমের যাবতীয় অনুষ্ঠান আখরাগুলির ভিতরে হবে ।

দশমী কিংবা আসুরা অর্থাৎ মহরমের শেষ দিন কোন তাজিয়া নিয়ে শোভাযাত্রা আখরা থেকে কারবালার উদ্দেশ্যে বের হবে না । প্রতি আখরা থেকে মাত্র চারজন করে মানুষ কারবালায় গিয়ে মহরমের আনুষঙ্গিক সরঞ্জান ঠান্ডা করতে যাবে। এদিনের সভার এই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহিত হয় । পাশাপাশি চুঁচুড়া থানার পক্ষ থেকে জানানো হয় এদিনের সিদ্ধান্তের কথা চন্দননগর কমিশনারেটের মাধ্যমে ব্যারাকপুর কমিশনারেট সহ সমগ্র রাজ্যের পুলিশ-প্রশাসনকে জানিয়ে দেওয়া হবে। যাতে আসুরার দিন কেউ অযথা বাইরে থেকে হুগলিতে না আসে । পাশাপাশি ওইদিন কোনরকম অপ্রিতিকর ঘটনা এড়াতে সবরকমের সাহায্য পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে জানানো হয়।