হাওড়া, ৫ জুন:- বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় মৃত ৪ যাত্রীর দেহ আনা হলো কলকাতায়। নবান্নের কাছে টোলপ্লাজা সংলগ্ন এলাকায় সোমবার বিকেলে কফিন বন্দি দেহগুলিকে মাল্যদান করে শেষ শ্রদ্ধা সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকে দেহ তুলে দেওয়া হয় মৃতদের পরিবারের হাতে। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি, হাওড়ার পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা। ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলার প্রচুর মানুষের মৃত্যু হয়েছে।
শনাক্তকরণের পর সেখান থেকে দেহ এসে রাজ্যে পৌঁছচ্ছে। সেই কাজে তদারকি করার জন্য তিনদিনের পাহাড় সফর এদিন বাতিল করেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ৮৬ জন শনাক্তকরণ হয়েছে। মৃতের পরিবার ৫ লাখ টাকা করে অনুদান পাবেন। পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দেব। আগামীকাল কটকে যাব। আজ কলকাতার এসএসকেএম হাসপাতালে যাব। পরিবারের পাশে দাঁড়াতে চাই। নিহতদের পরিবারের একজনকে এবং দুর্ঘটনায় অথর্বদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। মৃত্যু মিছিলের মধ্যে অমানবিক পরিস্থিতি চলছে। লজ্জা সমবেদনা এদের নেই। রুজিরা ইস্যুতে বলেন মুখ্যমন্ত্রী।