স্পোর্টস ডেস্ক, ১৬ আগস্ট:- গত মাসেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন ভারতীয় ওপেনার চেতন চৌহান । লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । এদিকে করোনা মুক্তির আগেই শুক্রবার থেকে কিডনির সমস্যায় ভুগতে শুরু করেন । রক্তচাপ স্বাভাবিক ছিল না চেতন চৌহানের । এমনকী ৭২ বছর বয়সী ক্রিকেটারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় । এখনও করোনা থেকে সেরে ওঠেননি চেতন চৌহান । তারওপর ভেন্টিলেশনে রয়েছেন তিনি ।
সবমিলিয়ে বেশ চিন্তায় রয়েছে তাঁর পরিবার । উল্লেখ্য সাতের দশকে সুনীল গাওয়াস্কারের ওপেনিং পার্টনার ভারতীয় দলের হয়ে ৪০টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন । ১৯৬৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি ভারতীয় দলের জার্সি গায়ে খেলেছেন । টেস্ট ক্রিকেটে কখনও সেঞ্চুরি করেননি তিনি । এক ইনিংসে সর্বোচ্চ ৯৭ রান করেছেন তিনি । অথচ টেস্টে দুহাজারের বেশি রান করেছেন তিনি । ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে । সুনীল গাওয়াস্কারের সঙ্গে জুটিতে ১০ বার একশোরও বেশি রানের পার্টনারশিপ গড়েছেন তিনি।