এই মুহূর্তে জেলা

বুধে নয় , বৃহস্পতিতেই প্রকৃতির তান্ডব হুগলী জেলায় !

সুদীপ দাস , ২৭ মে:- পূর্বাভাস থাকলেও তলনামূলক বুধেই শান্তিপূর্ন ছিলো হুগলীর প্রকৃতি। বুধে ইয়াসের আগেই মঙ্গলে জেলার ব্যান্ডেল-পোলবা প্রভৃতি এলাকায় টর্নেডোর চোখরাঙানি দেখেছে সাধারন মানুষ। মাঝে বুধবার ইয়াসের আতঙ্ক থাকলেও ঘুর্নীঝড়ের আঁচ পরেনি হুগলী জেলায়। কিন্তু বৃহস্পতিবার ভোররাত থেকেই হুগলীর আকাশ যেন ভেঙে পরলো। শুরু হলো মুশলধারে বৃষ্টি। অবিরাম বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার জেরে জেলার বহু এলাকাতেই তছনছ অবস্থা। হুগলীর বলাগর-পান্ডুয়া প্রভৃতি ব্লকে ব্যাপক ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। চুঁচুড়া শহরের বিভিন্ন এলাকায় জমেছে জল। কোথাও গোঁড়ালি আবার কোথাও এক হাঁটু জল। সবথেকে খারাপ অবস্থা হুগলী-চুঁচুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মিয়ারবেড় পীরতলা এলাকার।

এমনিতেই এখানে সামান্য বৃষ্টিতে জল জমে। আর বৃহস্পতিবার অবিরাম বৃষ্টির জেরে সাধারনের ঘরের ভিতরে জল ঢুকে গেছে। রাস্তা-ুপুকুর-মাঠ সবই সমান। এই এলাকায় হাই ড্রেন হয়েছে ঠিকই তবে তা সম্পূর্ন পরিকল্পনাহীন ভাবে। এমনই দাবী এলাকাবাসীদের। এই বৃষ্টি যদি আরও চলতে থাকে তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে তা ভেবেই সন্ধীহান এলাকার মানুষ। স্থানীয়দের বক্তব্য ভোট আসে, ভোট যায় কিন্তু পীরতলার এই জলযন্ত্রনা কোনদিনই মেটে না। যদিও পুর কর্তৃপক্ষের পক্ষে পার্থ সাহা এই সমস্যার কথা মেনে নিয়ে বলেন ওখানে ড্রেন পরিষ্কারের কাজ চলছে। এখন প্রশ্ন শুধুমাত্র ড্রেন পরিষ্কার করেই কি পীরতলার জলযন্ত্রনা মিটবে?