এই মুহূর্তে জেলা

হাওড়ায় বিভিন্ন ওয়ার্ডে শিবির করে শুরু হয়েছে কোভিড নমুনা সংগ্রহের কাজ।


হাওড়া , ১৩ আগস্ট:- হাওড়া পুরনিগম এলাকায় এবার পাড়ায় পাড়ায় শিবির করে কোভিড পরীক্ষায় লালারসের নমুনা সংগ্রহ শুরু করল পুরনিগম। বুধবার থেকেই পুরনিগম এই কাজে নেমেছে। বুধবার ৪৭ নম্বর ওয়ার্ডের জগাছা ফ্রেন্ডস লাইব্রেরিতে এই শিবির বসে। করোনা নিয়ে এক আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে শহর জুড়ে। যার ফলে অনেক ক্ষেত্রেই করোনার উপসর্গ দেখা দিলেও অনেকের মধ্যেই পরীক্ষা করাতে অনীহা লক্ষ্য করা যাচ্ছে। পরীক্ষা করাতে গিয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন অনেকে। তাই এবারে পাড়ায় পাড়ায় শিবির করে মানুষের মধ্যে থাকা সেই ভয় কাটবে বলে মনে করছেন আধিকারিকরা। শহরের পাশাপাশি গোটা জেলা জুড়ে এই ধরনের শিবির করতে চাইছে জেলা স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই জেলার ব্লক প্রশাসনকে স্কুল, ক্লাবঘর প্রভৃতি খুঁজতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাসিন্দারা যাতে বাড়ির কাছেই নির্ভয়ে পরীক্ষা করাতে পারেন তাই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনা উপসর্গ যেমন জ্বর, সর্দি-কাশি যাদের রয়েছে তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে এই শিবিরে লালারসের নমুনা দিতে পারছেন। হাওড়া পুরসভার এক পদস্থ আধিকারিক জানান, শিবির করে লালারসের নমুনা সংগ্রহের কাজে স্থানীয় জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে বলা হয়েছে। বুধবার জগাছায় শিবির বসে। এরপরের ২দিন ৫০ নম্বর ওয়ার্ডের বালিটিকুরি গলির মুখ ও ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া বাজারের পাশে হিন্দি স্কুলে শিবির হবে। ১৬ই আগস্ট ১১ নম্বর ওয়ার্ডের মিলন সংঘ ক্লাবে হবে শিবির বলে পুরনিগম সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে পুরসভার বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নমূনা সংগ্রহের কাজ করা হয়েছিল।