এই মুহূর্তে জেলা

লেন্স হাতে বিধায়ক।

হাওড়া , ১৩ আগস্ট:- বৃহস্পতিবার সাতসকালে বালির ঘোষপাড়ায় পরিযায়ী পাখির ছবি তুলতে নিজেই হাজির হয়ে যান বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন ( রাজা )। এবার আর রাজনীতির ক্ষেত্র হিসেবে নয় এদিন বিধায়ক এসেছিলেন পক্ষীপ্রেমী হিসাবে। সকাল সকাল প্রফেশনাল ক্যামেরাম্যানের মতো লেন্স হাতে করে রেললাইনের পথ হেঁটে বালি ঘোষপাড়া ঝিলে পৌঁছে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে বিধায়ক নিজেই নেমে পড়েন ছবি তুলতে। আমেরিকান উড ডাক নামের এই বিদেশি পাখিটিকে বালির ঘোষপাড়ার বাগপুকুরে গত কয়েক দিন ধরে দেখা যাচ্ছে।

হাজার হাজার মানুষ, পক্ষীপ্রেমী থেকে শুরু করে ফটোগ্রাফাররা সেখানে এসে সকাল থেকে এসে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন। একইভাবে এদিন বাগনানের বিধায়ক অরুণাভ সেন ক্যামেরা হাতে পাখির ছবি তুললেন। বিধায়ক বলেন, সংবাদমাধ্যমেই জানতে পারি নর্থ আমেরিকান উড ডাক এই পাখিটির কথা। আমার ছোট থেকেই ছবি তোলার নেশা। ওয়াইল্ড ফোটোগ্রাফি হলে তো কথাই নেই। দেশের বিভিন্ন জায়গায় ফোটোগ্রাফি করতেও যাই। সেই নেশাতেই পাখির ছবি তুলতে এখানে আসা। আমি এখানকার বন্ধুবান্ধবদের বলেছিলাম আজ সকালে বালিতে আসব। সেইমতো এসেছি। বেশ কয়েকটি ছবি লেন্সবন্দি করেছি।