এই মুহূর্তে জেলা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেলুড় জিআরপি থানার উদ্যোগে রেল স্টেশনগুলিতে তল্লাশি।

হাওড়া , ১৩ আগস্ট:- দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়াতেও। বৃহস্পতিবার দুপুরে বেলুড় জিআরপি থানার উদ্যোগে বিভিন্ন স্টেশনে বিশেষ তল্লাশি চালানো হয়। আজ থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে স্টেশনগুলিতে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এদিন দুপুরে বেলুড় স্টেশনে প্ল্যাটফর্ম ও রেললাইনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন বেলুড় জিআরপি থানার ওসি বিকাশ চন্দ্র মুখোপাধ্যায় সহ বেলুড় জিআরপি থানার অন্যান্য আধিকারিকরা। এদিন জিআরপির নিজস্ব ডগ স্কোয়াডের প্রশিক্ষণ প্রাপ্ত স্নিফার কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। এই মুহুর্তে করোনার কারণে অধিকাংশ দূরপাল্লার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ আছে।

কিন্তু বেশ কিছু বিশেষ ট্রেন ও মালগাড়ি চলাচল অব্যাহত রয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেগুলির নিরাপত্তাও এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে জিআরপির পক্ষ থেকে। এদিন বেলুড় জিআরপি থানার ওসি বিকাশ চন্দ্র মুখোপাধ্যায় বলেন, প্রতি বছরের মতো এবছরেও দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাশকতামূলক কাজকর্ম যাতে না হয় তারজন্য বেলুড় জিআরপির পক্ষ থেকে বেলুড় জিআরপি থানার অন্তর্গত মোট ১৪টি স্টেশন ও প্ল্যাটফর্মগুলিতে স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হল। আগামী ২দিন লাগাতার তল্লাশি চলবে। এছাড়া ব্রিজগুলিতেও তল্লাশি চলবে।