এই মুহূর্তে জেলা

হাওড়ার শিক্ষকের লেখা গানের মিউজিক ভিডিও অ্যালবাম এবার দেখা যাবে ইউটিউব চ্যানেলে।

 

হাওড়া,১৭ ফেব্রুয়ারি:- সুপ্রিয় সাউ। পেশায় তিনি শিক্ষক। আর নেশায় তাঁর গান। সেই আকর্ষণ থেকেই কাজের অবসরে গান লেখেন সুপ্রিয়বাবু। মধ্য হাওড়ার বাসিন্দা সুপ্রিয়বাবুর লেখা গানের মিউজিক ভিডিও অ্যালবাম ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে রবিবার সন্ধ্যায় প্রকাশ হল। এটি তাঁর দ্বিতীয় গানের মিউজিক অ্যালবাম। গানের কথা লিখেছেন সুপ্রিয় সাউ। এতে সুর দিয়েছেন জয়দীপ চক্রবর্তী। গান গেয়েছেন শিল্পী অমৃতা মুখোপাধ্যায়। আরেকটি গানে জয়দীপ চক্রবর্তী। “আমি রাতের তারার মতো” ও “যতবার কাছে যেতে চাই” এই দুটি গান দেখা যাবে ইউটিউব চ্যানেলে। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে গানের মিউজিক ভিডিও অ্যালবাম প্রকাশ হয়। উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের নতুন বাংলা আধুনিক গানের মিউজিক ভিডিও আনুষ্ঠানিক প্রকাশ সম্বন্ধে সুপ্রিয় সাউ বলেন, এই কাজের অনুপ্রেরণা পেয়েছি আমার বাবা অসিতবরণ সাউ এর কাছ থেকে। খুব ছোট বয়স থেকেই বাবার বিভিন্ন লেখা,

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                                                                                                              ম্যাগাজিন, পত্রপত্রিকা দেখতাম। বাবার লেখা কবিতা, উপন্যাস, ছোট গল্প দেখেই আমি লেখার অনুপ্রেরণা পেয়েছি। আমি কলেজে পড়ার সময় থেকেই গান লেখা শুরু করেছিলাম। এখনও সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও আরও কাজ করার ইচ্ছে রয়েছে। এই মিউজিক ভিডিও নিয়ে আমার অনেকদিনের পরিকল্পনা ছিল। যারা নতুন শিল্পী তাদের কাছে যদি কিছু সুযোগ আসে। জয়দীপ চক্রবর্তী গানের সুর খুব ভালো করেছেন। শিল্পী অমৃতা মুখোপাধ্যায় ভালো গেয়েছেন। সব মিলিয়ে ভালো কাজ হয়েছে। এটা আমার দ্বিতীয় প্রয়াস। এর আগে সুরে সুরে রামধনু শীর্ষক একটি অ্যালবাম প্রকাশ করেছিলাম। ভালো সাড়া পেয়েছিলাম। আমরা প্রিয় রিক্রিয়েশন নামের একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। এখানেই গানগুলো দেখা যাবে। ভবিষ্যতে আরও ভালো মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্ম তৈরির পরিকল্পনা রয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.